৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা!
- এম এ সাঈদ, ব্যুরো চীফ, রংপুর
- September 29, 2023 | অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মেঘনা খাতুন (২২) নামের ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের বন্দর পাড়া এলাকায় বাবার বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ বন্দর পাড়া এলাকার আজম আলীর মেয়ে। পাশ্ববর্তী কাঁচিচর এলাকার আপেল নামের এক যুবকের সঙ্গে দেয় বছর পূর্বে তার বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত দেড় বছর আগে পাশ্ববর্তী সদরের কাঁচিচর এলাকার আপেল নামের এক যুবকের সঙ্গে নিহত মেঘনা খাতুনের বিয়ে হয়। ৯ মাসের আন্তঃসত্ত্বা থাকায় বাবার বাড়িতে থাকতেন ওই গৃহবধূ। আজ বিকেলে সবার অজান্তেই ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেঘনা। নিহতের স্বামী ঢাকায় একটি ফ্যাক্টরিতে কর্মরত।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচগাছী ইউনিয়নে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ওই নারী মানসিক ভাবে বিকারগস্ত ছিলেন। আমাদের অফিসার সেখানে রয়েছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।