মেহেন্দিগঞ্জে শান্তির পতাকা উড়িয়ে বদলী হলেন জনবান্ধন ওসি শফিকুল ইসলাম!
- স্টাফ রিপোর্টার :
- November 2, 2023 | অনলাইন সংস্করণ

মেহেন্দিগঞ্জ থানার জনবান্ধন ওসি শফিকুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখায় বদলী করা হয়েছে। তার বদলীতে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকের মতে তিনি মেহেন্দিগঞ্জে ২২-০৮-২০২১ সালে যোগদান করে সুনামের সাথে দীর্ঘ দুই বছর দায়িত্বপালন করেছিলেন। মেহেন্দিগঞ্জ থানায় যোগদানের পর থেকেই তাঁর মেধা শ্রম কৌশল প্রজ্ঞা আর বিচক্ষনতা দিয়ে আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখার সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রেখেছেন। জটিল ও জরুরী বিষয়গুলোও তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের সাথে সমন্বয়-পরামর্শক্রমে সুকৌশলে সুষ্ঠু সমাধান করে এলাকার শান্তি ফিরিয়ে আনতে নিরলস চেষ্ঠায় ঘাটতি নেই তাঁর। দুই বছর আগে যখন মেহেন্দিগঞ্জে রাজনৈতিক হানাহানি, মারামারি এবং আইনশৃংখলার চরম অবনতি ঘটে, ঠিক তখনি তিনি মেহেন্দিগঞ্জে যোগদান করেন। যোগদান করার পর পরই তার মেধা, দক্ষতা দিয়ে শক্ত হাতে অপরাধীদের দমন করে শান্তি ফিরিয়ে আনেন মেহেন্দিগঞ্জে। তার বিচক্ষনতায় বন্ধ হয়েছে এখানকার হানাহানি, মারামারি এং মিথ্যা মামলা-হামলা। অপরাধীদের মাঝে ছড়িয়ে পড়ে ওসি আতংক। যার ফলশ্রুতিতে তিনি জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা পেযেছেন একাধিকবার। জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালেচনা সভায় ওসি শফিকুল ইসলামকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ক্রেষ্ট ও সনদ দিয়ে পুরষ্কৃত করা হয়। খুনিদের গ্রেফতার, দুর্ধর্ষ ডাকাত আটক, মাদকের চালান আটক, মাদক কারবারি আটক করা ছিলো তার উল্লেখযোগ্য সাফল্য। স্থানীয়দের ভাষ্যমতে ওসির দক্ষতায় এই থানায় মিথ্যা ও হয়রানিমুলক মামলা কমেছে। সেবাই পুলিশের ধর্ম এই উক্তিটির বাস্তবে রূপ দিয়েছেন তিনি। আর তার উদ্যোগ নেওয়া মানবিক কাজগুলো মেহেন্দিগঞ্জবাসীর মনে নতুন দিগন্তের উন্মোচন করেছে। কিন্তু সরকারি চাকরি মানেই বদলি। আর সেই বদলির আদেশ হাতে পেয়েছেন তিনি । প্রতিক্রিয়ায় ওসি শফিকুল ইসলাম বলেন খুব মিস করব মেহেন্দিগঞ্জের মাটি ও মানুষকে। ভালো থাকুক এই অঞ্চলের মানুষগুলো।