ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন তকমা গায়ে জড়িয়েছেন যারা
- স্পোর্টস ডেস্ক
- November 19, 2023 | অনলাইন সংস্করণ

বিশ্বকাপের গেল ১২ আসরে শিরোপা ঘরে তুলেছে ছয় দল। যেখানে অস্ট্রেলিয়ার পাঁচটি ও ভারতের ঘরে রয়েছে দুটি শিরোপা। ভারত-অস্ট্রেলিয়া ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়িয়েছে কোন কোন দল, তাই জেনে নেওয়া যাক।
১৯৭৫ সালে মাঠে গড়িয়েছিল প্রথম বিশ্বকাপ। ইংল্যান্ডের লর্ডসে আটটি দল নিয়ে আয়োজিত বিশ্ব ক্রিকেটের প্রথম আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। সেবার অজিদের ১৭ রানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৯ সালেও চ্যাম্পিয়ন হয় ক্যারিবীয়রা। লর্ডসের মাঠে স্বাগতিক ইংল্যান্ডকে ৯২ রানে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান গর্ডন গ্রিনিজ-ভিভ রিচার্ডস।
১৯৮৩ সালে বিশ্বকাপের তৃতীয় আসরে আবারও ফাইনালে উঠে ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার ভারতের সামনে পেরে ওঠেনি ক্লাইভ লয়েডের বাহিনী। ৪৩ রানে হেরে শিরোপা খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের চতুর্থ আসর মাঠে গড়ায় ১৯৮৭ সালে। এই আসর থেকে ইংল্যান্ডের সীমানা পেরিয়ে বিশ্বকাপ আয়োজকের তালিকায় যুক্ত হতে থাকে নানান দেশ। সেবার ভারতে ইডেন গার্ডেনে ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ করে প্রথম শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। ৯২-এর বিশ্বকাপে আবার ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে পাকিস্তান ছিনিয়ে নেয় বিশ্বকাপ।
১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। তবে হতাশা ভুলে ঘুরে দাঁড়ানো যায় ১৯৯৯ থেকে টানা তিনটি শিরোপা নিজেদের করে সেটিই প্রমাণ দিয়েছে অজিরা।
২০১১ বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের দ্বিতীয় শিরোপাটা আদায় করে ইন্ডিয়া। ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় ৬ উইকেটে।
২০১৫ বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ শিরোপার মালিক বনে যায় অস্ট্রেলিয়া।
২০১৯ সালে ৪৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় বিশ্ব ক্রিকেটের জনক হিসেবে পরিচিত ইংল্যান্ড।
ভারতের মাটিতে চলতে থাকা বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের তৃতীয় নাকি অজিদের হেক্সা, সেটি জানতে চোখ রাখতে হবে ফাইনালে।