নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতার অন্য দুজনকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র্যাব-১১।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে প্রথমে তোলা হয় শিপন ও মামুনকে। এসময় র্যাব তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে একই আদালতে হাজির করা হয় কাজল হাওলাদারকে। আদালত তার দেয়া জবানবন্দি রেকর্ড করেন।
মামলায় উল্লেখ, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকীকে অপহরণ করে নৃশসংভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ত্বকীর পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে বাদির আবেদনের প্রেক্ষিতে মামলাটি কোর্টের নির্দেশে মামলার তদন্তভার পায় র্যাব।