ঢাকা, শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি, রাত ১২:৪৭
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সংঘাত করে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন


সংঘাত মারামারি হানাহানি করে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ইসলামী ফাউন্ডেশন নিয়ে কারও কোনো বক্তব্য থাকলে তা নিয়ে আলোচনা করার আহ্বান জানালেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাংলাদেশী হাফেজদের সম্মাননা ক্রেস্ট ও ২০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

এ সময় দেয়া বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) সমগ্র বিশ্বের মানুষের জন্য আদর্শ। জীবনকে মহিমান্বিত করতে হলে তাঁর আদর্শকে অনুসরণের বিকল্প নেই।

সব খবর