ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১২:৪৯
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টানা তৃতীয় জয়ে সিরিজ বাংলাদেশের


বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটি অংশ শ্রীলঙ্কায় গিয়েছে। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি জয়ের পর আজ রোববার তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল টাইগ্রেসরা।

এই ম্যাচেও দারুণ এক জয় পেয়েছে সফরকারীরা। এতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচটি রাবেয়ারা জিতেছেন ১০ রানে।

রোববার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি গড়ে টাইগ্রেসরা। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দলের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান স্কোরবোর্ডে জমা করতে পারে তারা। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস আসে দিলারাও ব্যাট থেকে।

আগে দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা লঙ্কান মেয়েদের সামনে সিরিজ বাঁচানোর সুযোগ ছিল। তবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লঙ্কানরা। ৮ উইকেটে ৮৭ রানে থামে তাদের ইনিংস। ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী মঙ্গলবার চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সব খবর