বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছিল তারাকারাও। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ জানিয়েছিলেন। অন্যান্য তারকাদের মতো শিক্ষার্থীদের পাশে ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধনও।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এবার আওয়ামী লীগ সরকার পতনের ৪০ দিন উপলক্ষে রাজধানীর মিরপুরে ‘স্বৈরাচারের চল্লিশা’ উদযাপন হয়েছে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে মিরপুরবাসী এই চল্লিশার আয়োজন করে। এতে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল বাঁধনকে। ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে অভিনেত্রীর উপস্থিত হওয়ার একটি ছবিও প্রকশ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
বাঁধন ছাড়াও ‘স্বৈরাচারের চল্লিশা’র এই আয়োজনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, দিনমজুর, শ্রমিক ও এলাকাবাসী।