অদ্য ১৫/৯/২০২৪ রোজ রবিবার বৈকাল ০৩,০০ ঘটিকা হইতে ০৫,০০ ঘটিকা পর্যন্ত, নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সাথে মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের নিয়ে তিনি মতবিনিময় করেন।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তার জন্ম স্হান, রংপুর জেলা, মিঠাপুর উপজেলা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিভাগে অনার্স,মাষ্টার্স করেন এবং ২৫ তম ব্যাচে বিসিএস করে প্রশাসন ক্যাডারে যোগ দেন।তার পিতা একজন শিক্ষক ও মাতা একজন ঘরনী,তিনি দুই সন্তানের জনক।
তিনি তার বর্ণঢ্য জীবনে দূদুক সহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন শেষে গত ১৪/৯/২০২৪ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,আমি সরকারের প্রতিনিধি ও জনগণের খাদেম হিসেবে এখানে এসেছি। সাংবাদিক জাতির আয়না হিসেবে কাজ করে।আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমার ভুল হলে তা ধরিয়ে দিবেন, আমি তা সংশোধন করে ভালো কাজগুলো যেন করতে পারি এবং জনসাধারণের সব সময় কাছ থেকে তাদের গুরু দ্বায়িত্ব পালন করতে পারি, এবিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি।
এসময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, প্রিন্ট,অনলাইন সংগঠনের সভাপতি সাদেকুল ইসলাম, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃখোরশেদ আলম,নওগাঁ জেলা সাংবাদিক বন্ধু ফোরামের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও দপ্তর সম্পাদক, সৈয়দ মো : নজরুল ইসলাম প্রমুখ।