পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মোঃ আশরাফুল আলম খানকে ১৫ সেপ্টেম্বর রবিবার সকালে পিরোজপুর জেলা তথ্য অফিস এর পক্ষ থেকে পিরোজপুর জেলা তথ্য অফিসের উপপরিচালক লেলিন বালা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। উল্লেখ্য ১১ সেপ্টেম্বর পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদান করেন। উল্লেখ্য এর পূর্বে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে দায়িত্ব পালন করেন। এসময় জেলা প্রশাসক মহোদয় বলেন, জনসচেতনামূলক প্রচার কার্যকলাপ জোরদার করতে হবে।