পিরোজপুরের কাউখালী সদরে দুটি ব্যবসা কেন্দ্রে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। উপজেলা সদরের দক্ষিণ বাজারের সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ভাই ভাই টেলিকম দোকান ও দক্ষিণ বাজারের বৃহত্তম মুদির দোকান কালাম স্টোর শনিবার ১৪ সেপ্টেম্বর দিবা গত রাতে দোকানের পিছনের দরজা ভেঙ্গে চুরি সংগঠিত হয়েছে। ভাই ভাই টেলিকম স্টোরে মালিক রফিকুল ইসলাম জানান, রবিবার ১৫ সেপ্টেম্বর সকালে দোকান খুলে দেখতে পায় তার দোকানের পিছনের দরজা ভেঙ্গে চোর চক্র ২০টি স্মার্টফোন ও নগদ প্রায় ৭০ হাজার টাকা নিয়ে যায়। মোবাইল ফোনের আনুমানিক দাম প্রায় তিন লক্ষ টাকা বলে তিনি জানান। এছাড়া দক্ষিণ বাজারের বৃহত্তম মুদি মনোহর দোকান কালাম স্টোরের মালিক মোঃ কালাম জানান, সকালে সামনে থেকে দরজা খুলে দোকানে ভিতরে ঢুকে দেখে তার দোকানের পিছনের দরজা ভেঙ্গে দোকানে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা, এক বালতি পাঁচ টাকার কয়েন ও বিভিন্ন জাতের প্রায় ৮০ হাজার টাকার মূল্যের সিগারেটের কাটন চুরি হয়ে যায়। দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়েব সিদ্দিকি জানান, বাজারে আমাদের রাতে পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও অতিবৃষ্টির কারণে চুরি ঘটনা ঘটেছে এ ব্যাপারে আমরা সতর্ক অবস্থায় আছি। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, চুরির ঘটনা শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তদন্ত করে দেখছি। তিনি আরো বলেন ব্যবসায়ীরা যদি তাদের দোকানের সামনেও পিছনে রাতে বিদ্যুৎ জ্বালিয়ে রাখত তাহলে হয়তো চুরি হতো না। কাউখালী বাজারসহ উপজেলা বিভিন্ন স্তরে আমাদের পুলিশ রাতে টহল দিচ্ছে।