ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৫৩
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত অব্যাহত: বরিশাল-খুলনাসহ কয়েক জেলায় জলাবদ্ধতা


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে বরিশাল-খুলনাসহ অনেক জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দু’দিন ধরেই কখনও মাঝারি, কখনও ভারি বৃষ্টি হচ্ছে বরিশালে।

এতে নগরীর বটতলা-নবগ্রাম রোড, মুন্সি গ্যারেজ, ভাটিখানা এলাকাসহ বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে। সড়কে জমেছে হাঁটু পানি। দেখা দিয়েছে যানবাহন সংকট। প্লাবিত হয়েছে বাসাবাড়ি। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। টানা বৃষ্টিতে কীর্তনখোলা নদীর পানিও বেড়েছে।

খুলনায় শনিবার থেকে থেমে থেমে বৃষ্টি ঝড়ছে। এতে তলিয়ে গেছে রয়েল মোড়, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, দোলখোলা, মৌলভীপাড়াসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল। সড়কে পানি জমায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এছাড়া, উপকূলের বিভিন্ন স্থানেও বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আজ রোববার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সব খবর