ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৫৩
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল


দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। কিন্তু এবার তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেজরিওয়াল এমন ঘোষণা দেন। তার এমন ঘোষণায় অনেকেই আশ্চর্য হয়েছেন।

এ দিন দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বলেন আমি দু’দিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ তাদের রায় না দেয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।

দিল্লিতে কয়েক মাস পর নির্বাচন উল্লেখ তিনি আরও বলেন, আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। এখন আমি প্রতিটি বাড়িতে এবং রাস্তায় যাব। এখন আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার পেলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো।

সব খবর