মনিরুল ইসলাম, সাপাহার( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাপাহার মাঊন ক্লাব’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ‘মাঊন ক্লাব’র গোয়ালা ইউনিয়ন শাখার আয়োজনে দিঘীরহাটে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি প্রভাষক আব্দুর রশিদ চৌধুরীর সভাপিতত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ায় লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারী মনির মাষ্টার , প্রধান সম্বনয়ক আব্দুল্লাহ্ নাইম, কার্যনির্বাহী কমিটির সদস্য মিনহাজুল ইসলাম ও গোয়ালা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সম্বনয়কগন । এসময় উক্ত সভাতে ক্লাবের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামুলক আলোচনা করা হয়
মাঊন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মুমিনুল হক বলেন, “আমরা দীর্ঘদিন যাবৎ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাধ্যানুযায়ী চেষ্টা করেছি এবং এটি চলমান থাকবে। এর আগে আমরা প্রতি ঈদে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ, শীতকালে কম্বল বিতরণ সহ নানাবিধ স্বেচ্ছাসেবী মূলক কাজ করে আসছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।”
মাঊন ক্লাবের এই ধরণের একঝাঁক তরুণদের স্বেচ্ছাসেবী মূলক কাজের প্রশংসা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ।