ফরিদপুরে টানা ১৫ ঘন্টা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের নিম্নাঞ্চল। পাশাপাশি শহরে প্রধান সড়কের পাশে ও বৃষ্টি পানি জমে বহু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের ড্রেনেজ অব্যবস্হাপনার কারনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পানি জমে সড়ক খালে পরিনত হয়েছে। এই দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে শহরের দুই তিনটি কামলা হাটে জোন বিক্রি হতে আসা মানুষ গুলো বিক্রি হতে না পাড়ায় তারা চরম অর্থসংকটে ভুগছে। বাড়ছে গো- খাদ্যের দাম। কাঁচামালের বাজারও ছিল চড়া।