ঢাকা, শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:৪৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশ গড়ায় হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান- চরমোনাই পীর


আগৈলঝাড়া: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিলো, আছে এবং থাকবে। আমাদের কর্মীরা ৫ আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা, বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতে ত্রাণ তৎপরতা অব্যাহত এবং রাস্তায় ট্রাফিকের কাজ করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছে। তিনি বলেন, জুলাই-আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ১৮জন কর্মী শাহাদাতবরণ করেছে এবং প্রায় ২ সহরাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে। সুতরাং দেশের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসলামকে বাদ দিয়ে করা যাবে না। তিনি বিগত দিনে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের নিন্দা জানিয়ে দেশ গড়ায় হিন্দু-মুসলিম সহ সর্বস্তরের গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আজ শনিবার সকালে আগৈলঝাড়ায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৯ দফা দাবীতে বিএইচপি একাডেমী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. রাসেল সরদার মেহেদির সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা আবু ইসহাক আশ্রাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ-সমাবেশে রাখেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, বরিশাল জেলার সহ-দপ্তর সম্পাদক মাওলানা আবুল খায়ের, হাফেজ মাওলানা মোঃ সানাউল্লাহ, মুফতি হাসান মাহমুদ, মো: নাসির উদ্দিন শাহ্, মাওলানা আব্দুল্লাহ ভাট্রি, শাহীন বখতিয়ার, হাফেজ আব্দুল্লাহ ভাট্রি।

সব খবর