ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৫৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিরূপ আবহাওয়া কারণে বিএনপির সমাবেশ পেছাল


বিরূপ আবহাওয়ার কারণে রোববারের (১৫ সেপ্টেম্বর) সমাবেশ স্থগিত করেছে বিএনপি। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আবহাওয়ার কারণে রোববারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামী ১৭ তারিখ বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

জাহিদ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পল্টনের সমাবেশ বাতিল হলেও রোববার বিভাগীয় শহরগুলোতে র‍্যালি করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।

সব খবর