ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:১২
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব: কবি ও দার্শনিক ফরহাদ মজহার


অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, জনগণ ছাড়া রাষ্ট্র গঠন সম্ভব নয়। সব স্থানে জনগণের মতামত নিতে হবে। রাষ্ট্রের সব স্তরে সংস্কার করতে হবে।

আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে জানিয়ে তিনি বলেন, একটা হলো গণপরিষদ নির্বাচন, যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা হলো সরকার নির্বাচন। আগে রাষ্ট্র গঠনের নির্বাচন, পরে সরকার নির্বাচন। এই রোডম্যাপ না মানলে ভয়াবহ বিপদে পড়তে হবে। তবে এ সরকারকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল ছাড়া আমাদের চলবে না। কিন্তু লুটপাট করা রাজনৈতিক দলের কাজ নয়। তাই রাজনৈতিক দলগুলোর আগামীর বাংলাদেশকে সুন্দর করে গঠন করার একটি প্রস্তাবনা দেওয়া দরকার। কিন্তু তারা কোনো প্রস্তাবনা দিচ্ছে না।

ফরহাদ মজহার বলেন, আমরা এত রক্ত দিলাম, অভ্যুত্থান হলো। কিন্তু দিন শেষে শেখ হাসিনারই সংবিধান পেলাম। এই সংবিধান এখনও কী করে থাকে? যাদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে, তারা মূলত প্রেসিডেন্টের উপদেষ্টা। আর এই প্রেসিডেন্টকে শেখ হাসিনা নিয়োগ করে গেছে। তাকে একজন ফ্যাসিস্ট নিয়োগ করেছে।

সব খবর