ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৫০
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফার পেজে চিরকুটের গানের ভিডিও দেখে আপ্লুত সুমি


বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সম্প্রতি সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’র ‘যাদুর শহর’ গানে একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়েছে। যা দেখে আপ্লুত হয়েছেন ব্যান্ডটির ভোকাল শারমিন সুলতানা সুমি। শুধু তাই নয়, নিজের ফেসবুকেও ভিডিওটি শেয়ার করেছেন তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ‘ফিফা ফুটসাল বিশ্বকাপ।’ যেখানে অংশ নিচ্ছে ২৪টি দেশ। মূলত বিশ্বকাপ উপলক্ষেই গানটি দিয়ে একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ফিফা।

ভিডিও শেয়ার করে বাংলায় ক্যাপশনে সংস্থাটি লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’

ভিডিওটি নিজের আইডি থেকে শেয়ার করে পোস্ট দিয়েছেন সুমি। ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর।’ ভালো লেগেছে।’

এদিকে ফিফার অফিসিয়াল পেজে বাংলাদেশি ব্যান্ডের গানের ভিডিও দেখে ভীষণ উচ্ছ্বসিত ভক্তরাও। সেই সঙ্গে বাংলা ক্যাপশন ব্যবহার করায় ফিফার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তারা।

সব খবর