ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১২:৩৫
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যাকবলিতদের পুনর্বাসনেও কাজ করবে আনসার-ভিডিপি: মহাপরিচালক


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আকস্মিক বন্যায় কুমিল্লা ও ফেনী অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এসব গৃহহীনদের ঘর করে দেওয়াসহ শিগগিরই ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ গ্রহণ করবে। এ ছাড়া বন্যাকবলিতদের পুনর্বাসনেও কাজ করবে আনসার-ভিডিপি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকের মাঝে ধানের চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় কুমিল্লা রেঞ্জ কমান্ডার ও পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, কৃষি কর্মকর্তা জুনাঈদ কবীর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সব খবর