কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪সেপ্টেম্বর) বিকালে উপজেলার বড়চারা বাজারে বিএনপি’র আঞ্চলিক কার্যালয় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড. মশিউর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি’র সদস্য ও গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন খান শাহজাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মহসিন রানা বাদলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মো. শামসু মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম (এলেম), উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি মো. নয়ন মিয়া, সাধারণ সম্পাদক রফিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান (সাজু), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রকিব মোমেন, সাধারণ সম্পাদক পলাশ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব আকরাম হোসেন, যুগ্ম আহবায়ক মো. আল আমিন (সোহেল), ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান ইকবাল ও ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. রবিন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা’র সভাপতি মো. ইদ্রিস আলী।