ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১২:১৬
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিগগিরই মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু হবে: ডিএমটিসিএল


কোটা সংস্কার আন্দোলনকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বন্ধ হওয়া মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।

তিনি বলেন, বন্ধ হওয়া কাজীপাড়া স্টেশনে মেরামতের কাজ চলছে। আজও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রোববার ফাইনাল ট্রায়াল করব। দ্রুতই স্টেশনটি চালু করা হবে।

মিরপুর ১০ নম্বর স্টেশন চালু করার বিষয়ে আবদুর রউফ বলেন, এই স্টেশনটি চালু করতে আরও সময় লাগবে। তবে, দ্রুত চালু করতে আমাদের সব চেষ্টা চলছে।

এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেল চালু এবং কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে বিস্তারিত তথ্য বুধবারের (১৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলেও জানান ডিএমটিসিএলের এমডি।

উল্লেখ্য, কোটা আন্দোলন চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জুলাই বিকেলে মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা চালানো হয় পল্লবী ও ১১ নম্বর স্টেশনেও।

এরপর গত ২০ জুলাই ডিএমটিসিএলের তখনকার ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকস বলেন, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে। তার সপ্তাখানেক পর তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও জানান, এক বছরেও স্টেশন দুটি সচল করা সম্ভব হবে না।

এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন বাদে ২৫ অগাস্ট থেকে চালু করা হয় মেট্রোরেল।

সব খবর