ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:১১
বাংলা বাংলা English English

সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে নৌ চলাচল বন্ধ থাকবে জানিয়েছে সংশ্লিষ্টরা


বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে ভারী বৃষ্টিপাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ছোট নৌ-যান চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা নাহিদ হোসেন।

এদিকে, ছোট নৌ-যান বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ চলাচল। সকাল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮টি লঞ্চ ছেড়ে যায় এবং ঢাকা থেকে ৪টি লঞ্চ চাঁদপুরে এসে ভিড়েছে। যদিও যাত্রী উপস্থিতি ছিল অনেক কম।

চাঁদপুর জেলা আবহাওয়া অধিদপ্তর বলছে, গতরাত ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সব খবর