মহেশখালীতে মায়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে এক মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ই সেপ্টেম্বর) মহেশখালী পৌরসভার মোবারক আলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শুক্রবার রাতে ৮ টায় মা আম্বিয়া খাতুন (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবর শোনার পর মেয়ে কামরুনাহার (৪৫) স্ট্রোক করেন। তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মরহুমা আম্বিয়া খাতুনের স্বামী মোহাম্মদ হোসেন বিয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মা’র মৃত্যুর শোক সইতে না পেরে মেয়ে কামরুনাহার মারা গেছেন।
আজ শনিবার ১৪ ই সেপ্টেম্বর বিকালে মোবারক আলীপাড়া জামে মসজিদের মাঠে জানাজা শেষে মা ও মেয়েকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।