ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:০০
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে এলাকাবাসী স্বেচ্ছায় স্কুলের সামনের ডোবা ও গর্ত ভরাট করেন


পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন ৪৬ নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ভাঙ্গন, গর্ত ও ডোবা নালার কারণে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর যাতায়াতে খুবই সমস্যা হয়। গর্ত ও ডোবার নালার কারণে স্কুলে মাঠ ছোট হয়ে যাচ্ছে। বিদ্যালয়ের মাঠকে রক্ষা করার স্বার্থে ও ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ১৪ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয় সামনের ডোবা ও গর্তগুলো মাটি কেটে ভরাট করে। জনস্বার্থে এ কাজে অংশগ্রহণ করেন শিয়ালকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মিন্টু, ইউপি সদস্য মো শাহিন আকন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, যুবদল নেতা মাইনুল ইসলাম চুন্নু। এ ব্যাপারে শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু জানান, বিগত সরকারের আমলে রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে শুধু নিজেদের। তাই এলাকাবাসীকে নিয়ে অত্র ইউনিয়নের অতি গুরুত্বপূর্ণ সমস্যা গুলো সমাধানের চেষ্টা করছি। ইউপি সদস্য শাহীন আকন বলেন, আমরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে স্কুলের সামনের রাস্তার আশেপাশের গর্ত ও ডোবা নালাগুলো মাটি কেটে ভরাট করে দিয়েছি যাতে স্কুলের মাঠ ছোট না হয়ে যায়। দক্ষিণ শিয়ালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন জানান, আমাদের স্কুলের মাঠের চারদিকে সীমানা দেওয়া হবে। যার কারণে আমরা এলাকাবাসীর সাথে বিদ্যালয়ের আশেপাশের গর্তগুলো ভরাট করছি।

সব খবর