ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১২:৩৬
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজকীয় বিদায় নেওয়া হলো না ইমামের


অসুস্থতার কারণে আজ জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নেওয়ার কথা ছিল। এলাকাবাসীও রাজকীয় বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু জুমার নামাজের খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে।

মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে আজ শুক্রবার জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন মুহিবুল হক। নামাজ পড়েই এলাকাবাসী তাকে রাজকীয়ভাবে বিদায় দিতে চেয়েছিলেন। করা হয়েছিল সেই আয়োজন। কিন্তু জুমার নামাজের খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ মজনু বলেন, মাওলানা মুহিবুল হক আগে থেকে অসুস্থ ছিলেন। আজ আমাদের গ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায়ের আয়োজন করা হয়েছিল। বিদায় অনুষ্ঠান হওয়াতে তার পরিবারের লোকজনও এসেছিলেন। কিন্তু খুতবা পড়ার সময় হঠাৎ করে মিম্বর থেকে পড়ে যান। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সব খবর