ঢাকা, বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৫৪
বাংলা বাংলা English English
শিরোনাম:
জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে প্রধান উপদেষ্টার স্পেনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ডিএমপির ১০ থানায় নতুন গাড়ি হস্তান্তর, আরও ৪০টি শিগগিরই যুক্ত হবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে সম্পৃক্ততা অব্যাহত রাখার আগ্রহ: ম্যাথু মিলার প্রবারণা পূর্ণিমা উদযাপন নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বস্তি রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোর ওপর প্রভাব বিস্তারে জাপানকে আহ্বান ত্রাণ উপদেষ্টার নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ জন, আহত ১০ জনেরও পরিচয় চলছে

জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে প্রধান উপদেষ্টার স্পেনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ডিএমপির ১০ থানায় নতুন গাড়ি হস্তান্তর, আরও ৪০টি শিগগিরই যুক্ত হবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে সম্পৃক্ততা অব্যাহত রাখার আগ্রহ: ম্যাথু মিলার প্রবারণা পূর্ণিমা উদযাপন নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বস্তি রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোর ওপর প্রভাব বিস্তারে জাপানকে আহ্বান ত্রাণ উপদেষ্টার নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ জন, আহত ১০ জনেরও পরিচয় চলছে
বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে নিম্নচাপ: সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস


বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর সক্রিয়। এ অবস্থায় দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশ এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ , ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে ‍দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সব খবর