ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, সকাল ৬:৩৮
বাংলা বাংলা English English

বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় ২৫২ মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ


বরগুনায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত এবং উচ্চতর জিপিএ অর্জনকারী ২৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বরগুনা জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃত্তি বিতরণ অনুষ্ঠানে ২৪৪ শিক্ষার্থীকে মোট ১০ লাখ ২৩ হাজার টাকা এবং উচ্চ শিক্ষার জন্য ৮ জনকে ১ লাখ ৮ হাজার টাকা প্রদান করা হয়।

এ আয়োজন ছিল হীড বাংলাদেশের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী ও তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ। অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, নৃত্য, পটগানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা। আরও উপস্থিত ছিলেন এডাব বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ্, এবং হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক অলোক কুমার হালদার।

অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি ও উৎসাহ প্রদানের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সব খবর