বরিশালের বাকেরগঞ্জে মিনিবাস আটকে ২০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ও বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গারুড়িয়া য়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডিঙ্গারহাট গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মোঃ জাহিদুল ইসলাম ২০০৯ সাল থেকে ১৩ বছর ধরে পরিবহন ব্যবসার সাথে জড়িত। তিনি বর্তমানে বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির (রেজিঃ নং-খুলনা-১৯৬৮/০৯) সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ২০ আগস্ট চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামের বারেক হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদার তাকে বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি করার জন্য জাহিদুল ইসলামের নিকট প্রস্তাব করেন। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বাস গাড়ির মালিক ছাড়া কেউ সদস্য হতে পারে না বলে তাকে জানালে তিনি গঠনতন্ত্র ভিজিয়ে পানি খেতে বলে জাহিদকে হুমকি দেয়। তাকে সভাপতি না বানালে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে অন্যথায় তার মিনিবাস আটক করে দখল করবে বলে হুমকি দেয়।
পরবর্তীতে ২৫ অক্টোবর দুপুর ২টার সময় মোঃ জাহিদুল ইসলামের মালিকানাধীন মুজাহিদ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-১০১৭) বরিশাল সদর স্ট্যান্ড থেকে ৩৮ জন যাত্রী নিয়ে বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড খেয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে ওইদিন দুপুর ২.৩০ টার সময় বাসটি গোমা ফেরীঘাট পৌঁছলে সোহাগ হাওলাদারের নেতৃত্বে সাইদুল হাওলাদার, নজরুল ইসলাম, সোহেল সিকদারসহ ২০-২৫ জন অজ্ঞাতনামা লোক বাস গাড়ির যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটি জবরদখল করে নেয়।
বাস গাড়ির ড্রাইভার ও হেলপার ওই সময় তাকে গাড়িটি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ জানালে তিনি ২০ লক্ষ টাকা চাঁদার দাবিতে অনড় থাকেন। এমনকি তারা বাস গাড়ির মালিক জাহিদুল ইসলামকে জীবননাশের হুমকি ও মামলার ভয়ভীতি দেখায়।
মোঃ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাকেরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের এই রুটে তিনি দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসা করছেন। হঠাৎ করেই নব্য চাঁদাবাজদের জন্য তারা পরিবহন ব্যবসায়ীর আতঙ্কিত। এ বিষয়ে তিনি সেনাবাহিনীর ও পুলিশের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে চাঁদাবাজদের গ্রেপ্তার করা হবে।