বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি (ক্ষুদ্রসেচ) ঝালকাঠি জোনের আওতায় এসএসিপি প্রকল্পের মাধ্যমে কাঠালিয়া উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষন অবকাঠামো নির্মাণ কাজ করায় মন কেড়েছে সাধারণ কৃষক ও জনসাধারণের।এই প্রকল্পের আওতায় কাঠালিয়া উপজেলায় প্রায় ৪৬০ টি অবকাঠামো নির্মিত হয়েছে। বর্তমানে বিভিন্ন ইউনিয়নে অনেক কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় বৃষ্টির পানি সংরক্ষণের রেইন ওয়াটারের অবকাঠামের কাজটিতে ব্যাপক সাড়া পাওয়া যায়। বিভিন্ন সময় বন্যার পানিতে দক্ষিণ অঞ্চল প্লাবিত হয়ে যায় ওই সুবাদে কৃষকরা বিশুদ্ধ পানি পান করার জন্য একমাত্র নিরাপদ পানি পান করার জন্য এই রেন ওয়াটার সুবিধা দিচ্ছে । বাড়ির আঙিনায় কৃষি কাজ এবং সুপেয় পানির সংকট নিরসনে এই অবকাঠামো অত্যান্ত কার্যকরী। এই প্রকল্প বরিশাল অঞ্চলে দেখ বালের দায়িত্বে পালন করছেন উপ-সহকারী প্রকৌশলী বিএডিসি মো:মোস্তাফিজুর রহমান। সহ-কারী প্রকৌশলী, রবিউল ইসলাম,বিএডিসি ঝালকাঠি, সৈয়দ ওয়াহিদ মুরাদ,প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী বিএডিসি বরিশাল। তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি,বরিশাল।তবে সাধারণ কৃষকদের প্রাণের দাবি কাঠালিয়া উপজেলাতে অনতিবিলম্বে আরো কিছু এই অবকাঠামো নির্মাণ করিলে কৃষকদের সুবিধা হবে। এই প্রকল্পের পরিচাল মো. রেজাউর রহমান দিনরাত সাধারণ কৃষকদের সুবিধার্থে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।