বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার দ্বারা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, জাতীয় পার্টি কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করার অধিকার রাখে না। তারা যেন তাদের বক্তব্য প্রত্যাহার করে এবং আমাদের সম্প্রদায়ের প্রতি ক্ষমা চায়।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী রুমন বকশি তার বক্তব্যে বলেন, আমাদের দেশের জনগণ সংগ্রামের মাধ্যমে অধিকার অর্জন করেছে, তাই কোনো ফ্যাসিস্ট শক্তির দ্বারা অপমানিত হতে পারে না। জাতীয় পার্টির উচিৎ অবিলম্বে তাদের বক্তব্য প্রত্যাহার করা।