চট্টগ্রামের একটি পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনার কারণে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম কালচারাল একাডেমির দুই সদস্য, শহীদুল করিম ও মো. নুরুল ইসলাম জামিন পেয়েছেন। এই দুই ব্যক্তি যথাক্রমে তানজীমুল উম্মাহ মাদরাসা ও দারুল ইফরান একাডেমির শিক্ষক।
১৫ অক্টোবর, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে তাদের জামিন আবেদনের পর ১ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়।
এই বিষয়ে আইনজীবী শামসুল আলম জানান, জেএম সেন হল পূজামণ্ডপে ইসলামিক গান পরিবেশনার মামলায় এই দুইজনের গ্রেপ্তার ও পরবর্তী জামিনের ঘটনা ঘটে। মামলায় পুলিশ এখনো প্রতিবেদন দাখিল করেনি।
ঘটনার প্রেক্ষাপটে, গত ১২ অক্টোবর চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে পরিবেশিত গান নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদের আটক করা হয় এবং পরবর্তীতে জামিন দেওয়া হয়।