ঢাকা, বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:২২
বাংলা বাংলা English English

বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হাসনাত ও সারজিসের নেতৃত্বে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির আহ্বান


ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ সমর্থিত বিচারপতিদের বিরুদ্ধে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হিসেবে এই ঘোষণা দেন।

গত ১৫ অক্টোবর, তারা নিজেদের ফেসবুক পেজে এই আন্দোলনের কথা ঘোষণা করেন। এই কর্মসূচিতে তারা বলেন, আগামীকাল সকাল ১১টায় হাইকোর্টের প্রাঙ্গণে সমবেত হবেন এবং ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবি জানাবেন।

কমেন্ট সেকশনে হাসনাত লিখেন, দুই মাস না যেতেই আওয়ামী লীগ সমর্থক বিচারকরা কীভাবে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার সাহস পায়। সারজিস আলম বলেন, এই বিচারকদের অপসারণ না হলে দেশের রাষ্ট্রীয় কার্যক্রম ঠিকমতো পরিচালিত হবে না।

আদালত প্রাঙ্গণের আগের বিক্ষোভে আওয়ামী লীগের আইনজীবীরা সরকারের পক্ষে স্লোগান দিয়েছিলেন। এই সময় নাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

সব খবর