ঢাকা, রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:১৯
বাংলা বাংলা English English

রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৮ প্রাণহানি


স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত তাজা ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে সারা দেশে আরও আটজন মারা গিয়েছেন। একই সময়ে, নতুন করে ডেঙ্গু নির্ণয় হওয়ায় মোট ১,১০৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুর বর্তমান প্রাদুর্ভাবে, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৩৮ জন, এবং অন্যান্য বিভাগ যেমন চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ১২২ জন এবং বরিশালে ১০১ জন সহ মোটামুটি সমান ভাবে রোগীর সংখ্যা বেড়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে রোগীর সংখ্যা যথাক্রমে ৫২, ১৮, ৩০ ও ৬ জন।

এ বছর মোট ৪৪,৭৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই পুরুষ। এদের মধ্যে ২২৩ জনের মৃত্যু হয়েছে, যার প্রায় অর্ধেক নারী।

সব খবর