ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৯:৩০
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে এলজিইডির দুই কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আনিসুর রহমান ও অফিস সহকারী মোফাজ্জল হোসেন মিলনের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ গেইটে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের টিম লিটার আবতাহীনুর খান উদয় সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা তারেক আল মঈন, উপজেলা সমন্নয়কারী তাহের আহমেদ, টিম লিডার তোফাজ্জল ইসলাম।
এসময় বক্তারা বলেন, গত ১৫ বছর যাবত জামালগঞ্জে এলজিইডি অফিসের দুই এই কর্মকর্তা মিলে অনিয়ম দূর্নীতির আখড়ায় পরিনত করেছেন। একই স্থানে একাধিক প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করেছেন। কবরস্থানে কাজ না করে টাকা উত্তোলন করেছেন। নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়ে অতিরিক্ত কমিশন নিতেন। এসময় বক্তারা অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সব খবর