ঢাকাই সিনেমার অন্যতম প্রিয় মুখ, শাবনূর তাঁর অভিনয় জীবনের ৩১ বছর পূর্ণ করলেন। এই বিশেষ দিনে তিনি তাঁর অভিনয় জীবনের যাত্রা ও সাফল্যের গল্প ভাগ করে নিলেন তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীদের সাথে।
১৯৯৩ সালের এই দিনে, এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে শাবনূরের অভিনয়ে প্রথম পদার্পণ ঘটে। এরপর তিনি তাঁর অভিনয়ের প্রতিভা দিয়ে বাংলা সিনেমা জগতে অসাধারণ সব সিনেমা উপহার দিয়েছেন, যা দর্শকদের হৃদয়ে আজও তাজা। এসব ছবির মধ্যে ‘দুই নয়নের আলো’, ‘আমার প্রাণের স্বামী’, এবং ‘মোল্লা বাড়ীর বউ’ বিশেষ উল্লেখযোগ্য।
এই বিশেষ মাইলফলকে পৌঁছে শাবনূর বলেন, “আমি যে সম্মান ও ভালোবাসা পেয়েছি, তা আমার কাছে অমূল্য। এই দীর্ঘ পথচলায় আমি অসংখ্য প্রযোজক, পরিচালক, সহশিল্পী এবং কলাকুশলীর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
শাবনূর সম্প্রতি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ও আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ নামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যা তাঁর ভক্তদের জন্য আনন্দের সংবাদ।
তিনি আরো যোগ করেন, “এই নতুন সিনেমাগুলোর মাধ্যমে আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি আশা করি, এগুলো দর্শকদের হৃদয়ে নতুন করে দাগ কাটবে।”