ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, রাত ১২:২৭
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে জেলেদের মাঝে চাল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা


পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রেক্ষিতে স্থানীয় জেলেদের মাঝে ১৭৭ জন নিবন্ধিত জেলেকে প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা এই বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন। এই অনুষ্ঠান কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ অহিদুজ্জামান খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জেলেদের উদ্দেশ্যে বলেন যে, ইলিশ ধরা নিষিদ্ধ করার সময় যদি কেউ নদীতে মাছ ধরতে যান, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন যে সরকার নানা সময়ে জেলেদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে, তাই সকলকে আইন মানার অনুরোধ জানান।

সব খবর