গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালিয়ে এক দোকানদারকে নিয়ম লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার কালীবাড়ি বাজারের এক ব্যবসায়ীকে এই জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারা অনুযায়ী।
১৫ অক্টোবর মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের এই অভিযানে পলাশবাড়ী সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার নেতৃত্ব দেন। অভিযানে মূল্য তালিকা না দেখানো এবং অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে এক দোকানদারকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের এই নিয়মিত বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে এবং এমন আরও দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।