ঝালকাঠি থেকে নলছিটির সুবিদপুর ইউনিয়নে বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান অভিযোগ তুলেছেন যে, আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান করেছেন।
তিনি জানান, স্থানীয় কিছু ব্যক্তি জোরপূর্বক এক ফার্ণিচার ব্যবসায়ীর মাধ্যমে ভুয়া ভিডিও বক্তব্য সংগ্রহ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। পরে তিনি ওই ব্যবসায়ীর কাছ থেকে পরিস্থিতি বুঝতে পেরে আরেকটি ভিডিও বক্তব্য নিয়েছেন, যেখানে ব্যবসায়ী জোর করে তাকে বক্তব্য দেওয়ানো হয়েছিল বলে প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য বিএনপি নেতারা এসব অপপ্রচারের প্রতিবাদ করেছেন এবং দলে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন।