পিরোজপুরের কাউখালীতে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া এবং আরও ৪০ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নামে কাউখালী থানায় মামলা দায়ের হয়েছে। ১৪ অক্টোবরের রাতে এ মামলাটি দায়ের করা হয়।
অভিযোগ মতে, গত ৪ আগস্ট সকালে কাউখালী বন্দর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে তারা বিকেলে বিএনপির উপজেলা কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং তারেক রহমানের ছবিসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ সোলায়মান জানিয়েছেন যে আসামিদের গ্রেপ্তারের জন্য তদন্ত ও চেষ্টা চলছে।