ফরিদপুরের মল্লিকপুরে সংঘটিত দুটি বাসের মারাত্মক সংঘর্ষে পাঁচ ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। দুর্ঘটনাটি মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে ঘটে, যখন তারা ঢাকার সাভারে কর্মক্ষেত্রে ফিরছিলেন। আরও প্রায় ২০ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়।
দুর্ঘটনার স্থান ফরিদপুর সদরের মল্লিকপুর এলাকার কমিরপুর জোড়া সেতু নিকটবর্তী একটি সংঘর্ষপ্রবণ স্থান। ঘটনায় ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস এবং সাতক্ষীরা থেকে সাভারগামী একটি বাস সংঘর্ষে লিপ্ত হয়।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধারকার্য পরিচালিত হয়েছে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজন সাতক্ষীরার শ্যামনগরের শ্রমিক এবং একজন গ্রিন এক্সপ্রেসের যাত্রী।
স্থানীয় পুলিশ সূত্র অনুসারে, সড়কের এক পাশে চলাচলকারী একটি বাস হঠাৎ করে সড়কের অপর পাশে চলে আসায় মারাত্মক এই সংঘর্ষ ঘটে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে, এবং আহতদের সম্ভাব্য সেরা চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।