ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১১:৫৯
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে বিশাল পরিমাণ হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক


রাজশাহীর গোদাগাড়ি এলাকায় মাদক মামলায় অভিযুক্ত মোঃ সিরাজুল ইসলাম ওরফে আনন্দ (৩২) নামের এক ব্যক্তিকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে হেরোইনের মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা অনুমানিত হচ্ছে।

সোমবার রাতে গোদাগাড়ি থানার ছয়ঘাটি তিন রাস্তার মোড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি অপারেশন চালিয়ে মোঃ আনন্দকে গ্রেফতার করে। রাজশাহী মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ার মোঃ সানোয়ার হোসেনের ছেলে আনন্দ মাদক বিক্রির উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিল।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি) মোঃ রফিকুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ি থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে মাদক কারবারীদের উপস্থিতি সনাক্ত করে অভিযান চালানো হয়। আনন্দ আটক হলেও তার সহযোগী মোঃ ওমর ফারুক পালিয়ে যায়।

এ ঘটনায় গোদাগাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সব খবর