ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সকাল ১১:০৮
বাংলা বাংলা English English

বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় সোহেল নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


মহানগরীর মতিহার থানার অধীনে মিজানের মোড় এলাকা থেকে রাজশাহী পুলিশ মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী সোহেলকে গ্রেফতার করেছে। সোহেল, যাকে সাবদুল ওরফে সোহেল নামেও চেনা যায়, চর-সাতবাড়িয়া এলাকার মৃত কাজিমুদ্দিনের ছেলে। গত সোমবার রাত সাড়ে নয়টায় তাকে আটক করা হয়।

মতিহার থানার ওসি, মোঃ আব্দুল মালেক জানান, গ্রেফতারকৃত সোহেল মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং সে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে পুলিশ তাকে আটক করে। গ্রেফতার অভিযানে সেকেন্ড অফিসার এটিএম আশিকুল ইসলাম সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

গ্রেফতারের পরের দিন, মঙ্গলবার সকালে, সোহেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সব খবর