কুড়িগ্রামের চিলমারীতে সম্প্রতি এক ভয়াবহ ঘটনায়, একদিনে একটি পাগল কুকুরের কামড়ে বৃদ্ধ, শিশু সহ ৪০ জন মানুষ আহত হয়েছেন। ঘটনাটি সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বালাবাড়ীহাট থেকে রমনা রেল স্টেশন পর্যন্ত এলাকায় ঘটেছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, ভ্যাকসিনের অপ্রতুলতা আহতদের আরও বিপাকে ফেলেছে।
কুকুরটি যে কাউকে পেয়েই কামড়ে দিয়েছে, এমনটা এলাকাবাসীর বর্ণনা থেকে জানা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা পৌঁছানোর পর, চিকিৎসকেরা সীমিত পরিমাণে প্রতিষেধক থাকায় কেবল ২৩ জনকে চিকিৎসা দিতে সক্ষম হন। বাকিদেরকে বাইরে থেকে প্রতিষেধক সংগ্রহ করতে বলা হয়।
এ ঘটনায় আহত হয়েছেন বিজু মিয়া (১২), মাহমুদা (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা (৩০), সিফাত(২), আফরিনা (৫), সাজিদ (৮) প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সুমাইয়া সাবরিন এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।