ব্রহ্মপুত্রের ভাঙনে বিপর্যয়ের মুখে কুড়িগ্রামের নবনির্মিত আশ্রয়ণ প্রকল্প,কুড়িগ্রাম জেলার চিলমারীতে অবস্থিত দিঘলকান্দি আশ্রয়ণ প্রকল্প-২ ব্রহ্মপুত্র নদীর ভাঙনে বিপন্ন হওয়ার মুখোমুখি। দুই বছর পূর্বে নির্মিত এই প্রকল্পটি যথাযথভাবে সুবিধাভোগীদের হস্তান্তর করা না হতেই ভাঙনের শিকার হচ্ছে। খোদ্দবাশপাতার এলাকায় অবস্থিত এই আশ্রয়ণ কেন্দ্রে বর্তমানে স্থানীয় গৃহহীন প্রায় ৭০টি পরিবার বসবাস করছে। সম্প্রতি পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে একটি ব্যারাকের দুটি বাসা নদীগর্ভে বিলীন হয়েছে, যা প্রকল্পটির অবশিষ্ট অংশকেও ভাঙনের মুখে ফেলেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ২০২০-২১ অর্থবছরে ৭৪৩.১৮৩ মেট্রিক টন গমের বরাদ্দ পেয়ে এই প্রকল্পের মাটি ভরাটের কাজ সম্পন্ন করা হয়। এরপর ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনী ৫টি পরিবারের জন্য ১০০টি বাসা সম্বলিত ২০টি ব্যারাক নির্মাণ করে। তবে, নির্ধারিত সুবিধাভোগীদের মাঝে এখনো এই বাসাগুলি হস্তান্তরিত হয়নি।
এই পরিস্থিতিতে, প্রকল্প বাস্তবায়ন অফিসার ও স্থানীয় প্রশাসন আশ্রয়ণ কেন্দ্রের দ্রুত সংরক্ষণ ও সুরক্ষার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে, যাতে নদী ভাঙনের হাত থেকে প্রকল্পটি রক্ষা পায়।