বিয়ের পরে পড়ালেখার যে কোনো বয়সে শুরু করা যায় তা প্রমাণ করেছেন কিশোরগঞ্জের মো. বদিউল আলম (নাঈম) ও শারমীন আক্তার দম্পতি। এই দম্পতি ৪৩ ও ৩৩ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
মো. বদিউল আলম জিপিএ ৪.২৯ এবং শারমীন আক্তার জিপিএ ৪.৫ পেয়েছেন। এদের এই সাফল্য তাদের পরিবার সহ সকলের মধ্যে আনন্দের ঢেউ তুলেছে। এর আগে দম্পতি নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
বদিউল আলম কিশোরগঞ্জের ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা এবং পেশায় ঠিকাদার। অন্যদিকে, শারমীন আক্তার কুমিল্লা জেলার হোমনা থানার মঙ্গলকান্দি গ্রামের মেয়ে।
তাদের বড় মেয়ে ও ছেলে বর্তমানে ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে অধ্যয়নরত এবং ছোট মেয়ে তাসনীম স্কুলে ভর্তি হয়নি এখনও।
এই শিক্ষাজীবনের পুনর্নবীকরণের পেছনে বড় মেয়ে এবং স্থানীয় নির্বাহী অফিসারের উৎসাহ বলে মনে করা হচ্ছে। এই দম্পতির এই অভূতপূর্ব অধ্যবসায় এলাকার মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে উঠেছে।