পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে একটি কর্মী সভা আয়োজন করা হয়েছে। খান মোহাম্মদ ইউসুফ আলী স্কুল মাঠে ১৫ অক্টোবর, মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এতে অংশ নেন। সমাবেশে বিভিন্ন বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি প্রসঙ্গে বক্তব্য রাখেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রুহুল আমীন দুলালের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে সভা শেষে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।