ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:৪৮
বাংলা বাংলা English English

শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় দখলে নেওয়া খাস জমির উপর অফিস নির্মাণ: একটি পরিবারের যাতায়াতে বাধা


নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী গ্রামে একটি দলীয় অফিস নির্মাণ করা হচ্ছে জোরপূর্বকভাবে খাস জমি দখল করে। এই নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগমের পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।

নুরজাহান বেগম জানান, এই দখল ও নির্মাণ কাজের জন্য তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও কোনো প্রতিকার পাননি।

জমি দখলে নিয়ে নির্মাণ কাজ করছেন স্থানীয় বিএনপি নেতা ও বোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা। অভিযোগ রয়েছে যে, এই নির্মাণ কাজে বাধা দেওয়ার কারণে নুরজাহান বেগমকে ভয়-ভীতি দেখানো হয়েছে এবং মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়েছে।

নুরজাহান বেগম সমস্যার সমাধানের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

সব খবর