ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৫৫
বাংলা বাংলা English English

শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা


পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন যে, শব্দদূষণ রোধ ও উপকূলীয় এলাকাসমূহে পরিবেশ দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এই উদ্যোগে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলির তরুণ সদস্যদের সহায়তা গ্রহণ করা হবে।

গত ১৫ অক্টোবর তার বাসভবন থেকে ভার্চুয়ালি এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। সভায় নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের সদস্যরা মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা ও তা সমাধানের উপায় আলোচনা করেন। উপদেষ্টা বলেন, পারিবারিক, সামাজিক ও বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করে মেয়েদের শিক্ষায় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সব খবর