ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:০২
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


পিরোজপুরের কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়সাল খান, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার ও সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহসহ অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা তার বক্তব্যে হাত পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, “খাবার খাওয়ার আগে ও পরে হাত ভালোভাবে ধোয়া অত্যন্ত জরুরি, কারণ হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। তাই সব সময় হাত পরিষ্কার রাখা উচিত।”

সব খবর