ঢাকা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৭:২৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমানকে জীবনের সুরক্ষায় ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ


ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর মুম্বাই প্রশাসন নড়েচড়ে বসেছে, বলিউডে সৃষ্টি হয়েছে উত্তেজনা। পুলিশের দাবি, এই হত্যার পেছনে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত। এই ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সালমানের জীবনের শঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্ত ও ঘনিষ্ঠজনরা।

এ পরিস্থিতিতে বিজেপির রাজ্যসভার সদস্য হরনাথ সিং যাদব সালমান খানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সালমানকে ট্যাগ করে তিনি লিখেছেন, “প্রিয় সালমান, বিষ্ণোই সম্প্রদায়ের দেবতা হিসেবে পুজ্য কৃষ্ণসার হরিণকে আপনি শিকার করেছেন। এতে তাদের অনুভূতিতে আঘাত লেগেছে। আপনি দেশের একজন বড় মাপের অভিনেতা এবং মানুষ আপনাকে সম্মান করে। তাই বিষ্ণোই সম্প্রদায়ের বিশ্বাসকে সম্মান জানিয়ে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত।”

উল্লেখ্য, গত অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রায় বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের সামনে দুষ্কৃতকারীরা হামলা চালায়। এতে গুরুতর আহত হন বাবা সিদ্দিকি এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বিষ্ণোই গ্যাং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের লক্ষ্যবস্তু হতে পারেন সালমান খানও, কারণ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার পর থেকে বিষ্ণোই গ্যাং সালমানের পেছনে লেগে আছে।

এছাড়াও শোনা যাচ্ছে, বাবা সিদ্দিকির হত্যার পর বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী টার্গেট হতে পারেন ‘বিগ বস’ জয়ী মুনওয়ার ফারুকি, যার নিরাপত্তাও ইতোমধ্যে বাড়ানো হয়েছে।

সব খবর